গ্রেপ্তার কুকিচিনের ৫৩ জন কারাগারে

গ্রেপ্তার কুকিচিনের ৫৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর শুরু হওয়া সমন্বিত অভিযানে গ্রেপ্তার ৫৩ জনকে মঙ্গলবার (৯ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের ব্যাংক ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে গ্রেপ্তার দুজনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিলো। অভিযানে এই পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার হয়েছে।

২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট এবং পুলিশ ও আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায় নি।

সন্ত্রাসী সংগঠন কুকিচিন এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। এ ঘটনায় রুমা ও থানচি থানায় ছয়টি মামলা করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানিয়েছেন, রুমার বেথেলপাড়া থেকে গ্রেপ্তার ৪৮ জন আসামির মধ্যে ৪৬ জনকে ব্যাংক ডাকাতির মামলায় ও ২ জনকে ব্যাংক ডাকাতি, অস্ত্র মামলাসহ কয়েকটি মামলার আসামি করা হয়েছে। থানচি থেকে গ্রেপ্তারদের ব্যাংক ডাকাতির মামলাভুক্ত করা হয়েছে।