জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে নববর্ষ উদ্‌যাপনের জন্য বলেছেন প্রধানমন্ত্রী।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে নববর্ষ উদ্‌যাপনের জন্য বলেছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : রাত পোহলেই ১৪ এপ্রিল। এদিন পহেলা বৈশাখ। অর্থাৎ বছরের প্রথম দিন। ফলে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হবে এ দিন। আর দিনটি উপলক্ষে এর আগের দিন বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় দেশবাসীর উপলক্ষে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি তাঁর ভাষণে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে নববর্ষ উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। তাঁর ভাষণে দেশের মেগা প্রকল্পগুলোর কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে নিজস্ব সক্ষমতার কথাও। এ সময় তিনি কিছু গণমাধ্যমে টিসিবির পণ্য নিয়ে অপপ্রচারের কথাও বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নকে বিশ্বের জন্য রোল-মডেল হিসেবেই আখ্যায়িত করেন। তিনি ‘বাংলাদেশের কৃষ্টি, কালচারকে অস্বীকার করা মানেই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা’ বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ভাষণের লিঙ্ক : https://fb.watch/cmB7nn-luw/