হিলি হানাদার মুক্ত দিবস উদ্‌যাপিত

হিলি হানাদার মুক্ত দিবস উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলির হানাদার মুক্ত দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন। 

এ সময় সেখানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি তুলে ধরেন এবং কীভাবে পাকহানাদার বাহিনীর কাছ থেকে হিলি মুক্ত হয়েছিলো তা তুলে ধরেন।