ডন প্রতিবেদন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে, এমন কোনও নিতি নেই।’
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ‘আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নিতির শামিল। কোনোভাবেই, এটা করা যাবে না। আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলুন।’
‘‘স্যার শব্দের অর্থ হচ্ছে মহোদয়, ম্যাডাম শব্দের অর্থ হচ্ছে মহোদয়া। জনাব, জনাবা। আমাদের জাতির পিতার নির্দেশনা কী ছিলো? ‘যাঁরা তোমাদের কাছে সেবা নিতে আসে, তাঁদের দিকে তাকাও। তাঁরা তোমার ভাইয়ের মতো, বাবার মতো, তোমার আত্মীয়ের মতো।’ আর বঙ্গমাতা বলেছেন, ‘যাঁরা সেবা নিতে আসেন, তাঁরা জনগণ। জনগণের সেবক হও। জনগণের টাকায় তোমাদের বেতন হয়।’ সেটি কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন।’’
প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশে বলেন, ‘আপনার আচরণ সরকারের আচরণ। সাধারণ মানুষ মনে করে আপনার আচরণ, আপনার অফিস প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ।’