২ হাত ও ১ পা পাচ্ছেন সেই তামান্না।

২ হাত ও ১ পা পাচ্ছেন সেই তামান্না।

ডন প্রতিবেদক, বেনাপোল : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের সেই অদম্য তামান্নাকে ২ হাত ও ১ পা দেওয়া হচ্ছে। সরকারের উদ্যোগে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর এসব অঙ্গ প্রতিস্থাপন করার কথা রয়েছে। সেজন্য তাঁকে হাসপাতালটিকে ভর্তি করা হয়েছে। এখন এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। জানা গেছে, পিইসি, জেএসসি ও এসএসসির পর এ বার এইচএসসিতেও পা দিয়ে লিখেই জিপিএ-৫ পেয়েছেন ‘শারীরিক প্রতিবন্ধী’ তামান্না আক্তার। এ বছর যশোর শিক্ষা বোর্ডের বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। জন্ম থেকে ২ হাত ও ১ পা নেই তামান্নার। এক পা-ই তাঁর একমাত্র অবলম্বন। কিন্তু অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সেই পা দিয়ে লিখেই লক্ষ্যেপূরণের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। তামান্নার বাবা রওশন আলী স্থানীয় ছোট পোদাউলিয়া দাখিল মাদরাসার শিক্ষক। মা পারভীন শিল্পী গৃহিণী। তাঁদের ৩ সন্তানেরমধ্যে তামান্না সবার বড়। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি পরিবারের আর্থিক অভাব-অনটনও তামান্নার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বহুবার। তবে সব বাধা ঠেলেই সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য এখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে নেওয়া। উল্লেখ করা যেতে পারে, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে ফ্যাট র‌্যাঙ্কে ১ নম্বর নিউজ এজেন্সি বাঙলা কাগজ ও আওয়ার ডনে পা দিয়ে লিখেই এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন তামান্না। শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা তামান্নারসঙ্গে ফোনে কথা বলেন। ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রীও। পাশাপাশি তাঁর বাড়িতে যান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।