ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বল্প খরচের ফসল সূর্যমুখী

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বল্প খরচের ফসল সূর্যমুখী

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : স্বল্প দিনের আর স্বল্প খরচের ফসল সূর্যমুখী।

নিজের তেলের চাহিদা মেটাতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন চাষি খাইরুল হাসান (ঝন্টু)। ওই চাষির বাড়ি কোটচাঁদপুরের বকশিপুর গ্রামে। ভাল ফলন পেলে আগামীতে বেশি জমি চাষ করবেন বলেও জানিয়েছেন ওই চাষি।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রাম। এ গ্রামের চাষি খাইরুল হাসান। জমিতে অন্যান্য চাষের পাশাপাশি ১০ শতকের একটি ব্লক তৈরি করেছেন সূর্যমুখী ফুল চাষের জন্য। এ চাষ তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী করেছেন বলে জানিয়েছেন চাষি খাইরুল হাসান।

তিনি আর বলেন, সূর্যমুখী চাষটা অল্প খরচের স্বল্প সময়ের একটি চাষ। আর বর্তমানে যে পরিমাণে তেলের দাম বাড়ছে, এজন্য আমি এবার সূর্যমুখী চাষ করেছি। যাতে করে আমার সংসারের তেলের চাহিদা পূরণ করতে পারি। আবার এটা আমি বাজারজাতও করতে পারবো।

তিনি আরও বলেন, আমার ১০ কাটা জমিতে এই আবাদ করতে ২ হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে আমি খরচের তুলনায় অধিক ফলন পাবো বলে আশা করছি। এ বছর ভাল ফলন পেলে আগামীতে আরো বেশি জমিতে সূর্যমুখী চাষ করবো।