ডাচদের হারিয়ে অপরাজিত ভারত : বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সেমিফাইনাল নিশ্চিত হয়েছিলো সবার আগেই। শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ছিলো নিয়মরক্ষার। ভারতের দেওয়া ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ডাচদের ইনিংস থামে ২৫০ রানে। এতে ১৬০ রানের বড় জয় নিয়ে লিগ পর্বের সমাপনী টানলো ভারত। এতে ৯ ম্যাচে ৯ জয়ে লিগ পর্বে অপরাজিত থাকলো রোহিত-কোহলিরা।
ভারতের এই জয়ে দেশে ফিরে আসা বাংলাদেশ বিশ্বকাপ থেকে পেয়েছে সুখবর। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজেরা। কোহলিদের কাছে ডাচদের হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হলো।
শ্রেয়াস আইয়ার-লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ডাচদের সামনে জমা হয় রানের পাহাড়। সেই রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। রানরেট অনুযায়ী খেলতে পারেন নি কেউ। নিদামানুরু ৬ ছক্কা ও ১ চারে ৩৯ বলে ৫৪ রানে আউট হলে শেষ হয় ডাচদের ইনিংস। এঙ্গেলব্রেখটের ব্যাট থেকে আসে ৮০ বলে ৪৫ রান। এ ছাড়া কলিন অ্যাকারম্যান ৩২ বলে ৩৫ ও ম্যাক্স ও’ডাউড ৪২ বলে ৩০ রান করেন। এই ম্যাচে হাত ঘুরিয়ে একটি করে উইকেটও পান বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুটি করে উইকেট নেন সিরাজ, বুমরাহ, কুলদীপ ও জাদেজা।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই ডাচ বোলাদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। দুইজনে গড়েন শতরানের জুটি। দলীয় ১০০ রানে ৩২ বলে ৫১ রান করে আউট হন শুভমান গিল। এরপরও আক্রমণ চালিয়ে গেছেন রোহিত। তবে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি পূরণ করেই সাজঘরের পথে হেঁটেছেন ভারতীয় এই ওপেনার। ৫৪ বলে ৬১ রান করেন তিনি। এরপর ক্রিজে আসা শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। দলীয় ২০০ রানে ৫৬ বলে ৫১ রান করে আউট হন তিনি।
এরপর শুরু হয় শ্রেয়াস আইয়ার আর লোকেশ রাহুলের তাণ্ডব। চতুর্থ উইকেটে ১২৮ বলে ২০৮ রানের বিশাল জুটিতে ভারতকে চারশ পার করে দেন তাঁরা। ৮৪ বলে শতক স্পর্শ করেন আইয়ার, রাহুলের সেঞ্চুরি ছুঁতে লাগে মাত্র ৬২ বল। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন রাহুল। ৬৪ বলে ১০২ রানের ইনিংসে ১১টি চার আর ৪টি ছক্কা হাঁকান রাহুল।
শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান সংগ্রহ করে ভারত। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন আইয়ার। মারকুটে ইনিংসে তিনি ১০টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ২ রানে।