ড্রোন ব্যবহারের মাধ্যমে চাঁদপুরে নৌ পুলিশের বিশেষ অভিযান।

ড্রোন ব্যবহারের মাধ্যমে চাঁদপুরে নৌ পুলিশের বিশেষ অভিযান।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : দেশের নৌপথকে নিরাপদ রাখতে এবং মৎস্য ও জলজ সম্পদ সংরক্ষণে নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নৌ পুলিশের ক্রমাগত অভিযানের কারণে দেশে জাতীয় মাছ ইলিশসহ সকল প্রকার দেশীয় ও সামুদ্রিক মাছের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

এই মৎস্য সম্পদ বিদেশে রপ্তানির মাধ্যমে অর্জিত রাজস্ব দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে। এরই অংশ হিসেবে নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধ রাখা এবং নৌপথের নিরাপত্তা প্রদানে প্রথমবারের মতো চাঁদপুরে অত্যাধুনিক প্রযুক্তি ‘ড্রোন’ ব্যবহারের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের নির্দেশক্রমে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের তত্ত্বাবধানে চাঁদপুরের ষাটনল, মোহনপুর, একলাশপুর, চর উমেদ, লক্ষীরচর, রাজরাজেশ্বর এবং চাঁদপুর সদরে আজ বুধবার (১৫ জুন) এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ড্রোনের মাধ্যমে চিহ্নিত করে নদীতে পেতে রাখা ১০ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৩টি বাল্কহেড, ৪টি মাছ ধরার ট্রলার জব্দ এবং ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নদীতে ড্রোন ব্যবহার করা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান শফিকুল ইসলাম জানান, নদীপথে সর্বাধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার এই পথের অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। কোনও অপরাধের পূর্ব প্রস্তুতি, অপরাধী ও অপরাধের স্থান নির্ধারণ এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

তিনি নদীপথে সংঘটিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে ড্রোনের ব্যবহার এক মাইলফলক হিসেবে কাজ করবে বলেই আশাবাদ ব্যক্ত করেন।