ঢাকা-১৭ আসন ছাড়াও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা-১৭ আসন ছাড়াও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে এসব ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির তথ্যানুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ উপ-নির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত রয়েছে। তাঁরা দায়িত্ব পালন করবে ভোটের পরের দিন পর্যন্ত। তবে অঙ্গীভূত আনসার পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবে। এ ছাড়া, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসারের ১৫টি, র‌্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয়েছে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

মোট ১২৪ ভোটকেন্দ্রে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে ঢাকা-১৭ আসনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনারেরা।