তাইওয়ানের ভূমিকম্পে নিহত অন্তত ৭, আহত ৭৩০ : ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি

তাইওয়ানের ভূমিকম্পে নিহত অন্তত ৭, আহত ৭৩০ : ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত এবং ৭৩০ জন আহত হয়েছেন। তাইওয়ানে গত ২৫ বছরের মাঝে এটিই ছিলো সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রয়টার্স।

পাশাপাশি দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ারও আহ্বান জানানো হয়েছে।

দেশটির ভূমিকম্প ইনস্টিটিউটের পরামর্শে বলা হয়েছে, নিম্নলিখিত উপকূলীয় এলাকার লোকজনকে অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্যে জোর পরামর্শ দেওয়া হচ্ছে।

এলাকাগুলো হলো : বাতানিস, কাগাইয়ান, ইলোকোস নর্তে এবং ইসাবেলা।

উল্লেখ করা যেতে পারে, বুধবার (৩ এপ্রিল) সকালে তাইওয়ান ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৭ দশমিক ৭। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।