থানচিতে কুকিচিনের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের থানচি বাজার এলাকায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিনের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ গোলাগুলি শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন। গোলাগুলির ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানচি বাজারের ২০০ থেকে ৩০০ গজের ভেতরেই রয়েছে থানচি থানা এবং একটি বিজিবি ক্যাম্প। থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট।
গোলাগুলির ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০০ থেকে ৫০০ রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ। তবে বিজিবির গুলির হিসাব এখনও (রাত সাড়ে ১০টা) পাওয়া যায় নি। এদিকে পুলিশের তৎপরতায় পিছু হটতে বাধ্য হয়েছে কুকিচিন।
মঙ্গলবার (২ এপ্রিল) সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে অস্ত্র লুট ও ব্যাংক ব্যবস্থাপককে অপহরণের পর বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে কুকিচিনের সন্ত্রাসীরা। মঙ্গলবার ভল্ট ভেঙে সোনালী ব্যাংক থেকে টাকা নিতে না পারলেও বুধবার সাড়ে ১৭ লাখ টাকা এবং কিছু মোবাইল ফোন হাতিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব।