নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

নেত্রকোণায় শীতবস্ত্র বিতরণ করলেন বিজিবি মহাপরিচালক

বাসস : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ নেত্রকোণা পৌর এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শনিবার (৭ জানুয়ারি) নেত্রকোণা পৌর এলাকায় পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ওই শীতবস্ত্র  বিতরণ করেন।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনও দুর্যোগ মোকাবিলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 

‘গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।’ 

‘সম্প্রতি শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’

উল্লেখ করা যেতে পারে, নেত্রকোণা ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ২ হাজার ৫ শ অসহায় শীতার্তের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। 

শীতবস্ত্র বিতরণকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।