নববর্ষের প্রাক্কালে নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ, কামাল উদ্দিন টগর, নওগাঁ : নববর্ষের প্রাক্কালে নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের শিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে বাইসাইকেল ও বৃত্তি বিতরণ করা হয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করেন। এ সময় মেয়ে শিক্ষার্থীদের সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৫টি বাইসাইকেল, ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে পড়ুয়া ৭০ জন শিক্ষার্থীর প্রতি জনকে এককালীন ২ হাজার ৪ শ করে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পড়ুয়া ৩৫ জন শিক্ষার্থীর প্রতি জনকে ৬ হাজার টাকা করে মোট ২ লাখ ১০ হাজার টাকা এবং একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ১০ জন শিক্ষার্থীর প্রতি জনকে ৯ হাজার ৬ শ টাকা করে মোট ৯০ হাজার টাকাসহ সর্বমোট ৪ লাখ ৬৮ হাজার নগদ টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন নাইসসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।