পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহর মৃত্যু!

পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; চট্টগ্রাম : চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপ-পরিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় এ ঘটনা ঘটে। তবে পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত দুদকের সাবেক উপ-পরিচালকের নাম এস এম শহীদুল্লাহ (৬৭)।

নিহতের বড় ছেলে আসিফ শহীদ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে কোনও ওয়ারেন্ট দেখানো ছাড়াই পুলিশের লোকজন আমার বাবাকে তুলে নিয়ে যান। পেছনে পেছনে আমার চাচারা যান। তিনি হার্টের রোগী ছিলেন। তাঁকে ইনহেলার নিতে হতো। চাচারা ইনহেলার ও ওষুধ দিতে চাইলে পুলিশ দিতে দেয় নি। একপর্যায়ে পুলিশ জানায়, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। চাচারা গিয়ে দেখেন তিনি অজ্ঞান হয়ে আছেন। এটা পরিকল্পিত হত্যা।’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের কঠোর সাজা দাবি করেন তিনি।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, একটি সিআর মামলার ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে। তাকে ১১টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করে আনা হয়। তিনি অসুস্থবোধ করায় আমার কক্ষে বসানো হয়। ১২টা ২৫ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স ডাকানো হয়। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় উনার স্বজনরা সিএনজিচালিত অটোরিকশায় পার্কভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ সদস্যদের ধস্তাধস্তির অভিযোগ অস্বীকার করেন তিনি।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নগর পুলিশের উপ-কমিশনার মোখলেছুর রহমান বাঙলার কাগজকে বলেন, নিহত সাবেক দুদক কর্মকর্তা হৃদরোগী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। এরপরও কোনও গাফিলতি আছে কি-না, তা খতিয়ে দেখা হবে।