বিজয় থেকে মাত্র একধাপ দূরে, কোনও যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

বিজয় থেকে মাত্র একধাপ দূরে, কোনও যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : গাজা যুদ্ধে জয় থেকে মাত্র একধাপ দূরে রয়েছে ইসরায়েল। তাই হামাস যতোক্ষণ না সব জিম্মিকে মুক্তি না দিচ্ছে, ততোক্ষণ পর্যন্ত কোনও যুদ্ধ বিরতি নয়। রবিবার (৭ এপ্রিল) এ কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর এএফপি'র।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ছয়মাস পূর্তি উপলক্ষে মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। ওই সময় প্রথম হামাস ইসরায়েলে হামলা চালায়। আর হামাসের হামলায় তখন ১,৪০০ জন ইসরায়েলের নাগরিক নিহত হয়েছিলেন।

নেতানিয়াহু বলেন, আমরা বিজয় থেকে একধাপ দূরে রয়েছি। কিন্তু আমরা যে মূল্য দিয়েছি, তা বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জিম্মিদের মুক্ত না করে যুদ্ধবিরতি হবে না। ইসরায়েল চুক্তি করতে প্রস্তুত, ইসরায়েল আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলের উচিত ইসরায়েলের ওপর চাপ না দিয়ে হামাসের ওপর চাপ দেওয়া। তাহলে জিম্মিদের মুক্তি বাস্তবায়িত হওয়ার পথ এগোবে।

ইরান ‘প্রক্সির মাধ্যমে’ ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে অভিযোগ করে নেতানিয়াহু বলেন, যে-ই আমাদের আঘাত করে বা আঘাত করার পরিকল্পনা করুক, আমরা তাকে আঘাত করবো। আমরা এই নীতিটি সর্বদা প্রয়োগ করছি।