বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির ঘোষণা আজ

বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বিদ্যুতের পাইকারি দাম বাড়ছে। সোমবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি দাম বৃদ্ধির পর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে।

রোববার (২০ নভেম্বর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবরের আদেশ পুনর্বিবেচনা সংক্রান্ত কমিশনের ঘোষণা সোমবার দুপুর ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাব দেয় পিডিবি। প্রতিষ্ঠানটি প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে। ১৮ মে তাঁদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ৫৮ শতাংশ দাম বৃদ্ধির সুপারিশ করে।

এর প্রায় ৫ মাস পর গত ১৩ অক্টোবর এক ঘোষণায় বিইআরসি জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও যৌক্তিক কারণ দেখাতে না পারায় পিডিবির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর পিডিবি ও বিদ্যুৎ বিভাগ এবং ৬ নভেম্বর বিইআরসির সঙ্গে বৈঠক করে ঢাকা সফরকারী আইএমএফের প্রতিনিধি দল। এ সময় বিদ্যুতের দাম, ভর্তুকি ও পিডিবির লোকসান নিয়ে আলোচনা হয়।

এরপরই গত সপ্তাহে কমিশনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করে পিডিবি। সংস্থাটির আবেদন বিবেচনায় নিয়ে নতুন আদেশ দিতে যাচ্ছে কমিশন।

এ বিষয়ে বিইআরসি সদস্য (বিদ্যুৎ) বজলুর রহমান বলেন, যেসব ঘাটতির কারণে পিডিবির প্রস্তাব নাকচ হয়েছিলো, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্য-উপাত্ত সরবরাহ করেছে পিডিবি।

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বাড়ছে। তবে পিডিবি যতোটুকু চেয়েছে, ততোটুকু বাড়বে না।