বিদ্যুৎ ও গ্যাস বিলের কয়েক কোটি টাকা আত্মসাৎ : গ্রেপ্তার ২
ডন প্রতিবেদন : শতাধিক গ্রাহকের বিদ্যুৎ ও গ্যাস বিলের কয়েক কোটি টাকা আত্মসাতেরসঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সেবা সরবরাহকারি সংস্থারসঙ্গে সংশ্লিষ্ট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরা হলেন- ডেসকোর মিরপুরের মনিপুর বিল সংগ্রহে নিয়োজিত মামুন (৩২) এবং তিতাসের রকিবুল ইসলাম রাকিব (৩২)। তারা ‘আউটসোর্সিং’ কর্মি। সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে তাদেরকে রাজধানির মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আশরাফুজ্জামান। সাংবাদিকদের তিনি বলেন, মিরপুরের মনিপুরের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা বিদ্যুৎ ও গ্যাসের বিল দিতেন। কিন্তু ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালে ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের ২ কোটি ৩০ লাখ টাকা জমা হয় নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানুয়ারির শেষের দিকে সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলে এলাকায় বিক্ষোভ হয়। এই ঘটনায় প্রতারণার অভিযোগ এনে গত ২ ফেব্রুয়ারি গ্রাহকদের পক্ষে নাসির উদ্দিন নামে একজন মিরপুর মডেল থানায় মামলা করেন বলে জানান আশরাফুজ্জামান। মামলার পরই ওই প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কর্ণধার ওমর ফারুক আত্মগোপন করেন। পরে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গত ৭ জুন তাকে গ্রেপ্তার করে র্যাব। মামলাটির থানা পুলিশ তদন্তকালিন গত ১৫ এপ্রিল পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই তদন্তের দায়িত্ব পায় বলে জানিয়ে পরিদর্শক আশরাফুজ্জামান বলেন, প্রায় এক মাস আগে ওমর ফারুকের অফিস সহকারি ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাবের হাতে গ্রেপ্তার ওমর ফারুককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে টাকা আত্মসাৎ করার কথা স্বিকার করে। ‘একইসাথে ডেসকোর মিরপুরের মনিপুর এলাকার সুপারভাইজার মো. মামুন এবং তিতাসের একই এলাকার সুপারভাইজার মো. রকিবুল ইসলাম রাকিব তাকে সহায়তা করতো বলে জানায়।’ এদের নিয়ে এই ঘটনায় করা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো বলেই জানান আশরাফুজ্জামান। এ পর্যন্ত তাদের প্রতারণার শিকার ১১৬ জন গ্রাহকের তালিকা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘গ্রাহকের সংখ্যা এবং টাকার অংক বাড়তে পারে।’