বন্ধ বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বন্ধ বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মাদারীপুর : মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) সকাল থেকে ওই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

তবে যাত্রীদের পারাপারের জন্য জাজিরা-শিমুলিয়া নৌপথের সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল করছে। পদ্মা সেতু চালু হওয়ার পূর্ব পর্যন্ত দক্ষিণাঞ্চলের মানুষকে জাজিরার ওই ঘাট ব্যবহার করে যাতায়াত করতে হবে।

বিআইডব্লিটিএ’র মাওয়া বন্দর কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাঙলা কাগজ ও ডনকে বলেন, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে জনসভায় ভাষণ দেবেন। এজন্য নদীর তীরে মঞ্চ, অতিথিদের বসার আসন ও জনসাধারণের বসার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই অংশে সাধারণের প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। এ কারণে আজ শুক্রবার ঘাটে সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িকভাবে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জাজিরা-শিমুলিয়া নৌপথের সাত্তার মাদবর–মঙ্গল মাঝির ঘাট দিয়ে চলাচল করতে হবে।

তবে প্রধানমন্ত্রীর উদ্বোধন পর্ব ও জনসভা শেষ হওয়ার পর লঞ্চ চলাচল করবে কি-না, তার কোনও সিদ্ধান্ত এখনো হয় নি বলেই জানিয়েছেন বিআইডব্লিটিএ’র এই কর্মকর্তা।

বাংলাবাজার-শিমুলিয়া এবং জাজিরা-শিমুলিয়া নৌপথ ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। নৌপথ দুটিতে বর্তমানে ৮৬টি লঞ্চ, ২৫০টি স্পিডবোট ও ৫টি ফেরি চলাচল করছে।

সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের লঞ্চ মালিক সমিতির ব্যবস্থাপক মোকলেছ মাদবর বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন, জনসভা করবেন, এজন্য বাংলাবাজার ঘাটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই লঞ্চগুলোই সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে চলাচল করছে। আমাদের এখান থেকে ঢাকামুখী যাত্রীর চাপ কম রয়েছে। তবে ঢাকা থেকে অনেক যাত্রী আসছে।’

বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ বাঙলা কাগজ ও ডনকে বলেন, সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে থেকে ৫টি ফেরি চলাচল করতো। আজ তা সীমিত করা হয়েছে। আজ ৩টি ফেরি চলছে, তবে সেটাও চলবে বিকেল পর্যন্ত।