বন্যা দুর্গতদের পাশে শিল্পী সমিতি।

বন্যা দুর্গতদের পাশে শিল্পী সমিতি।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা মোকাবিলায় আপ্রাণ কাজ করে যাচ্ছে সরকার। সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগেও সিলেটসহ বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই।

এবার সেখানে ছুটে গেলেন বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সিমিতির সদস্যরা। 

রিয়াজ, নিপুণ, সাইমন ও জেসমিনসহ একটি টিম বুধবার (২২ জুন) সিলেটে পৌঁছায়। সেখানে তাঁরা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সঙ্গে অসহায় মানুষদের হাতে তুলে দেন নগদ অর্থও। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি বলেন, ‘বিপর্যয়ের এমন দিনে সবাইমিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প আর কিছু নেই। আমরা এসেছি আমাদের মতো করে তাঁদের পাশে দাঁড়াতে। আপনারা যে যাঁর সাধ্যমতে এগিয়ে আসুন।’

সমিতির নেতা ও জনপ্রিয় নায়ক রিয়াজ বলেন, ‘আমরা সিলেটে এসেছি, সমিতির পক্ষ থেকে বানভাবাসিদের জন্য শুকনো খাবার নিয়ে। এ আমাদের ক্ষুদ্র আয়োজন। 

‘এখানে সরকার, প্রশাসন কাজ করছে। অনেকেই নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।’