বাম দলের হরতালে ছিলো রাজধানীজুড়ে তীব্র যানজট। দেশজুড়ে যান চলাচল স্বাভাবিক।

বাম দলের হরতালে ছিলো রাজধানীজুড়ে তীব্র যানজট। দেশজুড়ে যান চলাচল স্বাভাবিক।

ডন প্রতিবেদন : নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিন গতকাল সোমবার (২৮ মার্চ) রাজধানীতে তীব্র যানজট দেখা গেছে। অর্ধ-দিবস হরতালের সকাল থেকেই রাস্তায় গাড়ি চলাচল ছিলো স্বাভাবিক। আর বেলা বাড়ার সঙ্গেসঙ্গে অন্যদিনের মতো তীব্র যানজট দেখা গেছে ঢাকার বিভিন্ন সড়কে। পাশাপাশি এদিন দেশজুড়ে যান চলাচল ছিলো স্বাভাবিক। গতকাল সকাল থেকেই রাজধানীর পল্টন-শাহবাগ এলাকায় অবস্থান নেন বাম জোটের নেতাকর্মীরা। এর বাইরে হরতালের সমর্থনে কারও তেমন কোনও কর্মসূচি দেখা যায় নি। এ ছাড়া রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী ও বনানী এলাকা ঘুরে আমাদের প্রতিনিধি জানান, রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় হরতাল সমর্থনে কোনও মিছিল বা অবস্থান কর্মসূচি ছিলো না। হরতাল চলাকালীন তুরাগ বাসের এক সহযোগী বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আপনার কাছে শুনলাম হরতাল। আমি তো জানতামই না।’ একই বাসের অপর এক যাত্রী বলেন, ‘এখন হরতাল আছে নাকি ভাই? সবাই আছে যাঁর যাঁর চিন্তায়। কয়টা খাইয়া পইরা কোনও রকম শান্তিতে বাঁচি।’ এর আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধ দিবস হরতাল পালনের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ ওই হরতালের ডাক দেয় বাম জোট। হরতালের পক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করে জোটটি।