বরফের চাদরে ঢাকা যুক্তরাজ্য

বরফের চাদরে ঢাকা যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন : গত কয়েকদিন ধরেই সূর্যের দেখা মেলে নি। দিনের বেলায়ও ছিলো কুয়াশা। সন্ধ্যা হতে হতেই যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, বা‌র্মিংহাম, কা‌র্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বি‌ভিন্ন শহরে তুষারপাত শুরু হয়। রাতে তুষারে ঢেকে যায় সড়কগুলো।

কয়েক বছর পর প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাতে যুক্তরাজ্যের জনজীবন স্থ‌বির হয়ে পড়েছে। রাতে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নেমে গিয়েছিলো। আর মাত্র কয়েকদিন পর বড়‌দিন উৎসব হ‌লেও শুক্র ও শ‌নিবার মানুষের চলাচল অনেকটা কম ছিলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‌বি‌বি‌সি জানিয়েছে, কুয়াশা ও তুষারপাতের কারণে বিমান, রেল ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার দুপুর পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ‘হলুদ আবহাওয়া সতর্কতা’ জা‌রি করা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত কুয়াশা, বরফ ও তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।