রিফাত : প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর উন্নয়ন করবো।

রিফাত : প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর উন্নয়ন করবো।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুমিল্লা : সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সদ্য বিজয়ী মেয়র আরফানুল হক রিফাত।

তিনি বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, নগরীর উন্নয়ন করবো।’ 

বুধবার (১৫ জুন) ভোটে জয়লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ১০৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার পদপ্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। ফলে রিফাত সাক্কুর চেয়ে ৩৪৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। রাত পৌনে দশটার দিকে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এই ফল ঘোষণা করেন। 

মেয়র পদে অন্যান্য প্রার্থীর মধ্যে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। 

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করেন ১০৮ জন পদপ্রার্থী। 

তৃতীয়বারের মতো হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। 

২৭টি ওয়ার্ডের এ সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। 

যেখানে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এবং পুরুষ ভোটারের ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। 

এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।