বাংলাদেশিদের হাতে পাকিস্তানের পতাকা : যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী
ডন প্রতিবেদন : মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গত শুক্রবার (১৯ নভেম্বর) ঘটে বিস্ময়কর ঘটনা। এদিন গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানের পতাকা দেখা গেছে। শুধু এটিই নয়, বাংলাদেশি ক্রিকেটারদের আউট করলে বা পাকিস্তানের কোনও ক্রিকেটার ছক্কা মারলে দর্শকদের উল্লাস দেখে বুঝার উপায় নেই এটা বাংলাদেশের মাঠ নাকি অন্য কোনও দেশের মাঠ। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে আবার কেউ কেউ বলছেন, মিরপুরেও রয়েছে পাকিস্তানিদের ক্যাম্প। কারণ মুক্তিযুদ্ধের সময় যারা আটকা পড়ে যান, তাদের একটি বড় অংশের পাকিস্তানের নাগরিক থাকেন মিরপুরে। এ কারণেই হতে পারে এটি। তবে তারাও এখন বাংলাদেশের নাগরিক। সুতরাং এটি কোনোভাবেই কাম্য নয়। এদিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয় বলেই মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানালেন মন্ত্রী। রবিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়। পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। মোজাম্মেল হক বলেন, যদি কেউ করে থাকেন, তবে এটা দুর্ভাগ্যজনক। একটা দলকে যে কেউ সমর্থন করতে পারে, কিন্তু বাংলাদেশেরসঙ্গে খেলার দিন অন্য দলকে সমর্থন করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভনীয় নয়। নিঃসন্দেহে কারও কাছেই এটি শোভনীয় মনে হবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়েরা।