ভারতের হাই কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল মালিবাগে শেষ।

ভারতের হাই কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের মিছিল মালিবাগে শেষ।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভারতের হাই কমিশন অভিমুখে যাত্রা করা ইসলামী আন্দোলনের মিছিল মালিবাগে পুলিশের বাধায় শেষ হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পল্টনে বায়তুল মোকাররম মসজিদের সামনে এক হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে সেখানে বক্তব্য প্রদান করা হয়।

এ সময় নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিচার দাবি করা হয়। পাশাপাশি সর্বোচ্চ সাঁজা ফাঁসিও চান ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়, ভারতের হাই কমিশন দেশটির সরকারকে অনুরোধ জানাবে যেনো, নূপুর শর্মা ও নবীন জিন্দালের কঠোর বিচার করা হয়। 

তখন তাঁরা বলেন, ভারতের হাই কমিশন থেকে এ ব্যাপারে বিবৃতি প্রদান করে মুসলমানদের প্রতি সহমর্মিতা জানাতে হবে।

সবশেষ বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তাঁর বক্তব্যের পরেই ভারতীয় হাই কমিশনের উদ্দেশে মিছিল নিয়ে রওয়ানা হন সংগঠনটির নেতাকর্মীরা।

তাঁরা পল্টন, বিজয় স্মরণী, কাকরাইল ও শান্তিনগর হয়ে মালিবাগ পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে সকলেই ফিরে যাওয়ার জন্য এবং একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে গিয়ে ভারতের হাই কমিশনে তাঁদের স্মারকলিপি প্রদান করবে।

উল্লেখ করা যেতে পারে, ইতোমধ্যে বিজিপি থেকে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে বহিষ্কারও করা হয়েছে। এ ঘটনায় নূপুরকে পুলিশ তলবও করেছে। আগামী ২৫ জুন তাকে পুলিশের সঙ্গে দেখা করতে হবে।