মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিক লীগের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সোমবার (পহেলা মে) সকাল সাড়ে ৯টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে পরিবহন শ্রমিকের আলোচনা সভা হয়। তাতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইনসুর আলীর পরিচালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফান করিম, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান, কার্যকরী সদস্য বাদল সরকার প্রমুখ। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মোহাম্মদ হানিফ (খোকন) বলেন, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় মহান মে দিবস। সেই দিন দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে একত্র হয়েছিলো। তাঁদেরকে ঘিরে থাকা পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক নিহত হয়। ১৩৭ বছর পরে এসে আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন) এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইনসুর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।