মানিকগঞ্জে মুজিব সেজে এলো ১০৪ শিশু

মানিকগঞ্জে মুজিব সেজে এলো ১০৪ শিশু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জে ১০৪ শিশুকে মুজিবকোট পরিয়ে খুদে মুজিবের অবয়বে হাজির করা হয়। আর সব জেলা-উপজেলায় ছিলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মানিকগঞ্জ : সকাল সাড়ে ৮টায় মুজিব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এর পরপরই ১০৪ শিশু মুজিবকোট পরে সেখানে হাজির হন। এ সময় মুজিব চত্বরে চলে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মহিদ আল মূসা মুজিবকোট পরে জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করেন।

শিবালয় : উপজেলা পরিষদ হলরুমে সকালে কেক কাটা হয়। পরে ছিলো আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার প্রমুখ।

আড়াইহাজার : উপজেলার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দেশের শিশু-কিশোরদের মধ্যে জাতির পিতার আদর্শ ও গুণাবলির চর্চা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী প্রমুখ।

রূপগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইসঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং আলোচনা সভাও হয়। রবিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তারাব পৌর মিলনায়তনে পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র হাসিনা গাজী। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোনারগাঁও : সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, ইউএনও আব্দুল্লাহ আল মাহফুজ, এসিল্যান্ড ইব্রাহিম প্রমুখ। 

অপরদিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে লালন চত্বরে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। পরে ফাউন্ডেশনের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার’র উদ্বোধন করা হয়।