মানবতার ছুঁতোয় র‌্যাব বসে থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে।

মানবতার ছুঁতোয় র‌্যাব বসে থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে।

কালাম আঝাদ’র কলাম : মানবতার কথা বলে আমরা তো জঙ্গিদের পোষতে পারি না। সুতরাং জঙ্গিদের দমনে র‌্যাবকে আবারও আগের মতো অবস্থানে যেতে হবে। আর যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর দেশ আছে। যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে বা স্যাংশন তুলবে না; এর ভয়ে কি আমরা জঙ্গিদের দমনে পিছু হটবো? না, জঙ্গিদের সমূলে উৎপাটন করতে হবে। এ আমলকে কোনোভাবেই বিএনপি-জামায়াতের আমলের মতো করা যাবে না। যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে আবার দেশে জঙ্গি হামলা হলে তারাই বলবে, বাংলাদেশ একটি জঙ্গিবাদি রাষ্ট্র। সুতরাং আমাদেরকে এসব বিষয় ভেবে আমাদের যা প্রয়োজন, তা থেকে বিরত থাকলে চলবে না। সুতরাং জঙ্গিদের দমনে যৌথভাবে কঠোর অবস্থান গ্রহণ করুন। অবশ্য কঠোর অবস্থান র‌্যাবের এখনও আছে, তবে মানবতার ছুঁতোয় ক্রসফায়ারের মতো ঘটনা ঘটছে না।

কিন্তু নিজেদেরকে বাঁচাতে হলে তো ক্রসফায়ার করতেই হবে। কারণ জঙ্গিরা হামলা করবে আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে, তা তো হতে পারে না।

সুতরাং আমরা আশা রাখি, জঙ্গিবাদ সমূলে উৎপাটনে শিগগিরই র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের এক-দুটি বড় সফলতা দেখাতে পারবে।

শুভ কামনা রইলো।

লেখক : সম্পাদক ও প্রকাশক, বাঙলা কাগজ ও আওয়ার ডন।