মানবপাচার চক্রের ৬ জন র্যাবের হাতে গ্রেপ্তার।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মানবপাচার চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় ভুক্তভোগী ৩ নারীকে উদ্ধার করা হয়। তাঁদেরকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচারের জন্য পাচারকারী চক্রটি এই স্থানে নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত পাচারকারীরা হলো : সিদ্ধিরগঞ্জের মৃত রাজ্জাক মিস্ত্রির ছেলে শাহজামাল (৪০), মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজারের মিনারা রিনা (৩৫), চাঁদপুরের ফরিদগঞ্জের চরচন্নার রাবেয়া আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির কমলি খাতুন (৩২)।
এ সময় পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
এ ছাড়া তাদের কাছ থেকে ভিকটিমের ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।