মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান : ৫৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান : ৫৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নির্দেশনায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

১০টি জাহাজ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় অভিযান পরিচালনা করছে।

চলমান অভিযানে ৭ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। এ সময় এক হাজার ৪২৭ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে; যার আনুমানিক মূল্য ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা।

সোমবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে জব্দ ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটক অবৈধ জালগুলো ধ্বংস করেছে প্রশাসন।

গত ৭ অক্টোবর শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

অভিযান পরিচালনায় নৌসদস্যরা স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করছে। এ অভিযানে দেশের নদ-নদীতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে।