পার্বত্য চট্টগ্রাম : ৩৫ কর্মচারীর পাওনার বিষয়ে হাইকোর্টের আদেশ জারি

পার্বত্য চট্টগ্রাম : ৩৫ কর্মচারীর পাওনার বিষয়ে হাইকোর্টের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের ‘প্রতারণামূলক মিথ্যা আশ্বাসে’ ২০১৭ সালে অবসরে যাওয়া ৩৫ জন কর্মচারী দীর্ঘ ৬ বছরেও বকেয়া বেতনসহ পাওনাদি পান নি। এ অবস্থায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। আর হাইকোর্ট আগামী এক মাসের মধ্যে তা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিয়েছেন। এ আদেশ দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে।

আদেশটি বুধবার (৫ জুলাই) খাগড়াছড়ি জেলা জজের কার্যালয় কর্তৃক উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জারি করা হলে সংশ্লিষ্ট কর্মচারী তা গ্রহণ করেন। একইসঙ্গে ওইদিনই তা নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩৫ জন কর্মচারী ২০১৭ সালে বোর্ড কর্তৃপক্ষের প্রতারণায় অবসরে যান। অথচ দীর্ঘ ৬ বছরেও তাঁদের বেতন-ভাতাদিসহ ন্যায্য পাওনা পরিশোধ করা হয় নি। আর ন্যায্য পাওনার দাবিতে সংশ্লিষ্টরা বিভিন্ন সময় সংবাদ সম্মেলন এবং মানববন্ধনও করেছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয় নি। এসব মানববন্ধনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবুও সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষের টনক এতোদিনে নড়ে নি। এদিকে অবসরে যাওয়া ৩৫ কর্মচারী দীর্ঘ ৬ বছর খুবই কষ্টে দিনাতিপাত করেছেন। অনেকেই না খেয়ে কিংবা অর্ধাহারেও থেকেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই ঋণে জর্জরিত হয়ে সহায়-সম্বলও খুইয়েছেন। এ অবস্থায় এমন আদেশ দিয়েছেন আদালত।