মিরপুর টেস্টে ফিরলেন সাকিব-তাসকিন-নাঈম শেখ।

মিরপুর টেস্টে ফিরলেন সাকিব-তাসকিন-নাঈম শেখ।
ডন প্রতিবেদন : মিরপুর টেস্টের আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। ফিট হয়ে দলেরসঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। সেইসঙ্গে টেস্টে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখও। সবমিলিয়ে এ ৩ জনকে নিয়ে ১৮ জনসহ মিরপুরের জন্য ২০ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে ফিরতে পারেন নি। ফিট হন নি প্রথম টেস্টের আগেও। কাল আরেকটি স্ক্যান করার পর তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে। শেষ টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় প্রথম টেস্টের দলে ছিলেন না তাসকিন আহমেদও। তিনিও ফিরেছেন সুস্থ হয়ে। মিরপুর টেস্টের ঘোষিত দলে আছেন : মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, শহিদুল ইসলাম, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, নাঈম শেখ ও ইয়াসির আলী।