মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। সেখানে কারাভোগ শেষে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার ১৭৩  বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশ্যে রওনা হন। তাদের নিয়ে মায়ানমারের জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে।

বুধবার দুপুরে জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছায়।

১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি এবং খাগড়াছড়ি, নীলফামারী, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী ও নরসিংদী জেলার একজন করে আছেন।