যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ : আহত ২।

যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ : আহত ২।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আর্মি এভিয়েশনের একটি BELL-206 হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে Emergency Landing Procedure অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আজ বুধবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে জরুরি অবতরণ করে। এতে হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলিত হলে আহত হন ২ জন। তবে তাঁরা শঙ্কামুক্ত আছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাঁদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।

ওই এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। 

এ ছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।