রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা।

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; লিয়াকত হোসেন, রাজশাহী : রাজশাহীতে অভিযান পরিচালনা ও জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারি প‌রিচালক মাসুম আলীর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার ও থানামোড় এলাকায় গতকাল সোমবার (৪ জুলাই) বিকেলে পরিচালিত ওই অভিযান থেকে জরিমানাও করা হয়েছে।

জানা গেছে, অভিযানে ক্রেতা সেজে মেসার্স হেলাল স্টোরে সয়া‌বিন তেল কিনতে গেলে সরকার নির্ধা‌রিত দামের চেয়ে বেশি দামে বিক্রয়ের প্রস্তাব রাখে এবং ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয়ের প্রস্তাব করে। এতে ওই স্টোরটিকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা যথাযথ স্থানে না থাকায় আরও ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অপরদিকে, থানামোড় বাজারের কানন স্টোরকে অননুমোদিত এবং মেয়াদ ও মূল্যবিহীন কসমেটিক্স বিক্রয় করায় ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

অভিযানে প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘জাতীয় সম্পদ চামড়া রক্ষা করবো আমরা’ স্লোগান সম্ব‌লিত সঠিকভাবে পশুর চামড়া ছড়ানো ও লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণ পদ্ধ‌তি ‌বিষয়ক পোস্টার পশুর হাটে বিতরণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে সরবরাহ করা হয়েছে।

অভিযানে তানোর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক এবং তানোর থানা পুলিশের একটি চৌকস টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।