রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়ার

রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়ার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; রংপুর : নির্বাচিত হলে রংপুর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে মন দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

নৌকা প্রতীকের এই মেয়র পদপ্রার্থী বলেন, সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও বর্ধিত ওয়ার্ডগুলোতে গত ১০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিস্তৃত এলাকার বাসিন্দারা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সেবা থেকেই বঞ্চিত। নির্বাচিত হলে আমি নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ মেগাপ্রকল্প নিয়ে আসবো।

নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বাজারে শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী।

ডালিয়া বলেন, ভোট চাইতে গিয়ে আমি দেখেছি বর্ধিত ওয়ার্ডগুলোর জরাজীর্ণ অবস্থা। সিটি করপোরেশন হয়েও বর্ধিত ওয়ার্ডের জনগণের কোনো উন্নয়ন হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি বর্ধিত ওয়ার্ডগুলোর জন্য মেগাপ্রকল্প নিয়ে আসব। তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া।