রাম জোয়ার্দার : জীবন থেকে চলে যাওয়া দিনগুলো ফিরে দেখা

রাম জোয়ার্দার : জীবন থেকে চলে যাওয়া দিনগুলো ফিরে দেখা

উপ-সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : আমি রাম জোয়ার্দার, পিতা : মৃত বিশ্বনাথ জোয়ার্দার, মাতা : গীতা রানী জোয়ার্দার, ঠিকানা : কোটচাঁদপুর বাজার, ঝিনাইদহ। জন্ম তারিখ : ৫ মার্চ, ১৯৭৮ খ্রিস্টাব্দ। লেখাপড়া : ১৯৯৪ সালে এসএসসি পাশ করি । কর্মজীবন : ৪ মার্চ ২০০৪ সাল থেকে কোটচাঁদপুর মৎস্য রেনুপোনা চাষী সমিতির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শুরু এবং ২০০৯ সালে কোটচাঁদপুর স্বপ্ন সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু। ২০১১ সালে কোটচাঁদপুর রুপসী বাংলা রেডিও শ্রোতাক্লাবে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং কর্মরত আছি কোটচাঁদপুর বিসমিল্লাহ টায়ার হাউজে। যেখানে ২০১৮ সাল থেকে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

লেখালেখি : অতি শৈশবে কলম ধরি। পহেলা জানুয়ারি, ১৯৯০ সালে আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছেলে। চোখে আমার অনেক স্বপ্ন ছিলো। কিন্তু সে স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন করতে পারি নি।সকাল-দুপুর-বিকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজ করেও কোনও কানাকড়ি আসে নি। জীবনের এই দুঃখ-দারিদ্র্যে বিচরণ করতে করতে হঠাৎ একদিন কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক অশোক দে দাদার সঙ্গে পরিচয় হয়। ২০০২ সালে রিপোর্টার্স ক্লাবের সদস্য হয়ে এখন প্রচার সম্পাদক হিসেবে এবং ২০২০ সালে কোটচাঁদপুর সনাতন সংঘে প্রচার সম্পাদক হিসাবে কাজ করেছি। প্রথম লেখা : ১৯৯০ সালে প্রকাশিত হয় দৈনিক সংগ্রাম পত্রিকায়।

পত্রিকায় তরুণ মেলা পাতায় কোটচাঁদপুরের ইতিহাস এবং কবিতা প্রকাশিত হয়। পয়সা-কড়ি কবিতা ২০০৯ সালের পহেলা জানুয়ারি স্পন্দন পত্রিকায়, মনে রাখিনা কবিতা ২০০০ সালে কথা পত্রিকায়, সুখের কবুতর কবিতা ১৯৯৭ সালে সাদা কাগজ পত্রিকায় প্রকাশিত হয়।

লেখালেখি করা পত্রিকার নাম : বীর দর্পণ, যশোর দর্পণ, দৈনিক যশোর, খুলার বাণী, সময়ের কাগজ, খুলনার কণ্ঠ, মৃদু ভাষণ এবং দক্ষিণ বঙ্গ।

কর্মরত নিউজ এজেন্সি এবং পত্রিকার নাম : বাঙলার কাগজ, দৈনিক জনতা, আপনার কাগজ (ভারত), মুক্তির ৭১ নিউজ, দৈনিক কলম কথা, ব-দ্বীপ বাংলাদেশ, দিনকাল বিডি-২৪, আলোকিত স্বপ্নের বাংলাদেশ, সকালের খবর-২৪, বার্তায়ন-২৪ এবং জয়বাংলা নিউজ।