কাদের, ফখরুল ও ফারুক- আপনারা সরাসরি মাঠে নামেন দেখি; অন্যের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না

কাদের, ফখরুল ও ফারুক- আপনারা সরাসরি মাঠে নামেন দেখি; অন্যের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ ও ডন : খেলা হবে, নয়াপল্টনেই সমাবেশ হবে এবং নয়াপল্টনে সমাবেশ হতে দেওয়া হবে না- এসব কথা বলছেন যথাক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডিএমপি কমিশনার গোলাম ফারুক। আচ্ছা, আপনারা তিনজন কি ভেবেছেন, কাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনারা ছিনিমিনি খেলছেন আপনাদের দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে এবং পুলিশ সদস্যদের জীবন নিয়ে। আচ্ছা, আপনারা এই তিনজন সরাসরি মাঠে নেমে দেখান তো, কে কতোটুকু পারেন! তাহলে কেনো গো ধরে বসে আছেন?

প্রতিহিংসা সংঘাতে এবং সংঘাত সহিংসতায় রূপ নেয় তখনই; যখন কোনও ছাড় দেওয়ার মানসিকতা না থাকে। আচ্ছা, আমরা মানলাম, বিএনপি তাঁদের কার্যালয়ে নাশকতামূলক কোনও কিছু রাখতে পারে, সেজন্য সেখানে তল্লাশি চালানো হয়েছে; কিন্তু তল্লাশি চালানোরও তো আইন আছে। এ অবস্থায় প্রয়োজনে বিএনপির কার্যালয় পুলিশের জিম্মায় রেখেই সেখানে সমাবেশ করতে দেওয়া যেতে পারে। আর বিএনপিও কিন্তু সোহরাওয়ার্দীতে যেতে পারে এবং আওয়ামী লীগ ‘খেলা হবে’ বলে জল ঘোলা করা বন্ধ করতে পারে। আরও একটি বিষয় যোগ করতে চাই, বিএনপি অন্য কোনও স্থানও নির্বাচন করতে পারে।

আমাদের মনে রাখতে হবে রাজনীতিতে সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র হয় না। 

আমাদের মূলত একটিই কথা, নিজেরা নিজেদের প্রাণ রক্ষা করে অন্য আর একটি মায়ের ছেলেকেও অনিশ্চয়তায় ফেলবেন না। তাহলে দেখবেন, এক সময় আপনিই বিপদে পড়ে গেছেন।