সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেলেন জয়া আহসান

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেলেন জয়া আহসান
ডন প্রতিবেদন : নতুন সিনেমা ‘ওসিডির’ ডাবিং শেষ করে পুজোর ছুটিতে কলকাতায় শুভাকাঙ্ক্ষীদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে জানালেন তাঁর পুরস্কার হাতে পাওয়ার খবর। আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় একটি পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত জয়া আহসান। বৃহস্পতিবারই (১৪ অক্টোবর) হাতে পেয়েছেন পুরস্কারটি। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘দায়িত্ব বেড়ে গেলো। ভালো অভিনয়ের প্রতি তৃষ্ণা বেড়ে গেলো।’ এবারের মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা নারী অভিনয়শিল্পী হিসেবে এ পুরস্কারটি জিতেছেন জয়া আহসান। ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘রবিবার’-এ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। জয়া আহসান বলেন, ‘বেশি ভালো লাগছে এই জন্য যে, অবশেষে এইরকম একটি ফেস্টিভ্যাল থেকে পাওয়া পুরস্কার আমার কাছে এসে পৌঁছেছে। ভারতীয় উপমহাদেশের বাইরে কোনও আন্তর্জাতিক অঙ্গন থেকে এটাই প্রথম পুরস্কার আমার দেশে এলো।’ ‘‘অসম্ভব বিনীত বোধ করছি। ‘রবিবার’ সিনেমার পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতা। এই সিনেমার সবার প্রতি অনেক ভালোবাসা’’, বলেন জয়া আহসান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় দারুণ সময় কাটছে জয়া আহসানের। প্রায় প্রতিদিনই নিমন্ত্রণে যাচ্ছেন বিভিন্ন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের বাসায়। জয়া বলেন, ‘এবারের পূজায় অনেক শুভাকাঙক্ষীর কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছি। যতোটা পারছি রক্ষা করছি।’ তিনি আরও বলেন, ‘পূজা উপলক্ষে প্রচুর খাওয়া-দাওয়া করছি। এ রকম আতিথেয়তার কথা ভুলবো না। এতো মানুষের ভালোবাসার কথা মনে রাখবো চিরদিন।’ সম্প্রতি বাংলাদেশে তাঁর অভিনীত ‘অলাতচক্র’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিনিসুতোয়’। অক্টোবরের শেষ নাগাদ দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন জয়া আহসান।