কোটচাঁদপুরে মুজিব শতবর্ষের ঘর পেলো আরও ১১ পরিবার।

কোটচাঁদপুরে মুজিব শতবর্ষের ঘর পেলো আরও ১১ পরিবার।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপহার হিসেবে ২ শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার (২১ জুলাই) কোটচাঁদপুর উপজেলা প্রশাসন উপজেলা অডিটোরিয়াম থেকে চাবি হস্তান্তর করেন।

জানা গেছে, কোটচাঁদপুরে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারেরর হাতেই ২ জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হবে। এ উপজেলার ১৭৯টি পরিবার মুজিব শতবর্ষের এ ঘর পাচ্ছেন। এর মধ্যে ইতোমধ্যেই ১০৭টি ঘর জমিসহ হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবারের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুননেছা মিকি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। 

এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি দাস, কোটচাঁদপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা রতন মিয়া, প্রকৌশলী রুহুল ইসলাম, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা চম্পা অধিকারী। পরে ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।