১০০ নয় ৪ কোটি : কড়া জবাব দিলেন অনন্ত জলিল।

১০০ নয় ৪ কোটি : কড়া জবাব দিলেন অনন্ত জলিল।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : গত কোরবানির ঈদে মুক্তি পায় বিগ বাজেটের সিনেমা ‘দিন : দ্য ডে’। চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই হলগুলোতে সগৌরবে চলছে। তবে এর মধ্যেই সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। প্রথমে সিনেমার ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম ইনস্টাগ্রামে এক পোস্টে অনন্তের বিরুদ্ধে চুক্তিভঙ্গসহ নানা অভিযোগ তোলেন।

এরপর কথা উঠেছে, সিনেমার বাজেট নিয়ে। সম্প্রতি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন : দ্য ডে’র বাজেট ১ শ কোটি নয়, ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে এর চুক্তিপত্রের ছবিও। যা নিয়ে রীতিমত তর্ক-বিতর্ক হচ্ছে চলচ্চিত্রপাড়ায়। এতোদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন সফল ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। অবশেষে এসব অভিযোগের বিষয়ে কথা বলেছেন তিনি।

শুরুতেই অনন্ত জলিল বলেন, ‘কিছু মানুষের কাজ হচ্ছে, অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো। তাই এই সিনেমা নিয়ে শুরু থেকেই তারা নানা ধরনের মিথ্যা আর বানোয়াট কথা রটিয়ে বেড়াচ্ছে। তাদের এসব কথায় আমার কাজ থেমে থাকবে না। আমি আমার মতো কাজ চালিয়ে যাবো।’

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমা নিয়ে ইরানি নির্মাতা মুস্তফা অতাশ জমজম প্রথমে মিথ্যা কথা ছড়িয়েছে। সে প্রথমেই আমাকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন করেছে দেশের মানুষের কাছে। আমি ২০১৯ সাল থেকেই বলে আসছি, এই ছবির মূল ইনভেস্টর (বিনিয়োগকারী) ইরান আর বাংলাদেশের অংশের আমি। ওরা যদি ভুল রিপোর্ট মানুষের কাছে উপস্থাপন করে সিনেমার ব্যবসা নষ্ট করার চেষ্টা করে, তাহলে আর কি বলবো। এই বিষয়গুলো ওই নির্মাতাই ভালো বলতে পারবেন, কেনো সে এটা করেছে? আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমি বাংলাদেশের অংশের ইনভেস্টর। কখনোই কিন্তু পুরো সিনেমার ইনভেস্টর হিসেবে নিজেকে দাবি করি নি। আমার এ রকম একটা সাক্ষাৎকারও কেউ দেখাতে পারবেন না।’