২ বছরের সাজার ভয়ে ১৫ বছর ধরে পলাতক!
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার; কোটচাঁদপুর (ঝিনাইদহ) : দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৫ বছর পালিয়ে ছিলেন দিন মণ্ডল (২৫)। তবে পালিয়েও শেষ রক্ষা পেলেন না। রবিবার (২১ এপ্রিল) ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, ২০০৯ সালে দিন মণ্ডল মাদক মামলায় গ্রেপ্তার হন। এরপর জামিনে বাড়িতে আসেন। ওই মামলায় দিন মণ্ডলের দুই বছরের সাজা হয়। পরে নিজ বাড়ি মহেশপুরের ন্যাপা গ্রাম ছেড়ে কোটচাঁদপুরের শিব নগর গ্রামে দীর্ঘ ১৫ বছর পরিবার নিয়ে বসবাস করছিলেন। রবিবার ঝিনাইদহ র্যাব-৬ গোপন সংবাদে জানতে পারে, সাজাপ্রাপ্ত দিন মণ্ডল কোটচাঁদপুরের লক্ষ্মীপুর বাজারে আত্মগোপনে আছেন। পরে দুপুরের দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র্যাব। পরে তাঁকে মহেশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, খবরটি শুনেছি। এরপর থানা থেকে র্যাব-৬ ক্যাম্পে আসামি আনতে পুলিশ পাঠানো হয়।