বিসিএস দিতে এসে মাটিতে লুটিয়ে পড়লেন পরীক্ষার্থী!
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কেন্দ্রে ঢোকার আগেই অসুস্থ হয়ে এক পরীক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েছিলেন। শুক্রবার (২৭ মে) সকালে রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষা শুরুর প্রায় ৪০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছেছিলেন ইমরান হোসেন নামের ওই পরীক্ষার্থী। কেন্দ্র প্রবেশের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
ওই পরীক্ষার্থীর সঙ্গে আসা আরেক পরীক্ষার্থী জানান, অসুস্থতা নিয়েই পরীক্ষা দিতে এসেছেন ইমরান।
পরে অসুস্থ ইমরান হোসেনকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। আগের চেয়ে সুস্থ অনুভব করায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন বলেও কলেজ সূত্রে জানা গেছে।
জানা গেছে, ওই পরীক্ষার্থী ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছেন। রাতেও খাওয়া-দাওয়া করেন নি। পরীক্ষার চিন্তায় নার্ভাস ছিলেন।
এবারের পরীক্ষায় ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন প্রার্থী। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫০ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।