আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা।

আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; রওশন আরা পারভীন শিলা, নওগাঁ : নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ৭ দিনের বিভিন্ন ধরনের আয়োজন চলবে ২৯ জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৪ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, আত্রাই, নওগাঁর আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম। 

পরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।