আব্দুল্লাহ আল ফারুক মুরাদ’র কবিতা ‘ভুলি নি তোমায়’।

আব্দুল্লাহ আল ফারুক মুরাদ’র কবিতা ‘ভুলি নি তোমায়’।

কখনো কখনো পাত্তা না পেলেও ভালো লাগে
মনকে বলে বোঝাতে পারি
ও তোমায় ঠাঁই দেবে না মন গগণে।

কিছু হয়তো ঘটে চলে
আমার ব্যাকুলতার কার্নিশে
এভাবেই মনে মেঘ ভর করে
আর নির্জন দুপুরে গুমোট হাওয়ায় 
সব ঝাঁপসা হয়ে আসে।

সবকিছুই হারিয়ে যায় 
একটু একটু করে ডুবন্ত সূর্যের মতো।

আবার হয়তো ভোর আসে
সেই চিরচেনা ভর দুপুর 
আমায় ফের তছনছ করে দিতে।

এভাবেই আমার আমি বয়ে চলি
তুমিহীনা কোনও মিছে পথে
সব অশ্রু চোখের কোনে
চেপে রেখে।

এ কেমন চাওয়া 
যা কখনোই মেলাতে পারি না
আমার ছোট্ট যোগ-বিয়োগের অঙ্কে!

তবুও ভালো থেকো
আমায় অবহেলায়,
বাদ পরে যাওয়া আমি
হয়তো কখনোই ভুলি নি তোমায়।