ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের এক বছরেরও বেশি সময় পার হয়েছে। এই প্রথম চীনা প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন। খবর : ব্লুমবার্গ ও সিএনএন’র।
জেলেনস্কি বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে দীর্ঘ সময় ধরে অর্থপূর্ণ আলাপ হয়েছে। আমি বিশ্বাস করি, এই ফোন কল এবং চীনে ইউক্রেনের দূতাবাস স্থাপন উভয়পক্ষের মধ্যকার সম্পর্ক উন্নয়নে শক্তপোক্ত ভূমিকা রাখবে।’
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনেও দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যকার ফোনালাপের কথা জানানো হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে নিরপেক্ষ ভূমিকা নেওয়া কথা জানিয়েছে চীন। তবে রাশিয়ার আগ্রাসন প্রসঙ্গে চীন বিবৃতি-নিন্দা জানাতেও নারাজি প্রকাশ করেছে।