বইমেলায় মেট্রোরেলের সুবিধা চান লেখক-প্রকাশকেরা

বইমেলায় মেট্রোরেলের সুবিধা চান লেখক-প্রকাশকেরা

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশেই হচ্ছে বাঙালির প্রাণের মেলা। বইমেলা দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চললেও সকাল ১১টার পরই বন্ধ থাকছে এ রুটের মেট্রোরেলের সুবিধা। এজন্য বইমেলায় মেট্রোরেলের সুবিধা চাইছেন মেলায় অংশগ্রহণকারী লেখক-প্রকাশকেরা। এদিকে কয়েকদিনের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশেও দৈনিক ১২ ঘণ্টা মেট্রোরেল চালুর আশাবাদ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী বাঙলার কাগজকে বলেন, মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ মিরপুর থেকে শাহবাগ আসতে ১৫ মিনিটও লাগে নি। মেলা দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেট্রোরেল চালু থাকলে ওই সময় প্রত্যাশার চেয়েও বেশি মানুষ যাতায়াত করবে বলে আমার বিশ্বাস। যাতায়াত সহজ, সময় কম এবং একেবারে টিএসসি পর্যন্ত নামার সুযোগ থাকছে মেট্রোরেলে। তাই বইমেলার সময়ে মেট্রোরেল চালু থাকলে একটা জমজমাট বইমেলা হবে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন বাঙলার কাগজকে বলেন, মেলার মাসে রাত দশটা পর্যন্ত মেট্রোরেলের সেবা চালু থাকা উচিত। হয়তো রাত ৯টার সময় বইমেলা শেষ হয়ে যাবে। পাঠক দর্শনার্থীদের কথা ভাবলে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকলে হয়। কিন্তু মেলার স্টল কর্মীদের কথাও বিবেচনা করা উচিত। তাঁদের সংখ্যাও কম না। মেট্রোরেল এবারের বইমেলার জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে আমরা দেখতে চাই। আশা করি, কর্তৃপক্ষ আমাদের হতাশ করবে না।

এ বিষয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের সময় বাড়িয়ে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই রাত ৮টা পর্যন্ত হবে (আগারগাঁও-মতিঝিল অংশে)।