নির্বাচনের পরিবেশ দেখবে ইইউ’র প্রতিনিধি দল : ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে বাংলাদেশে আসছে ৬ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। দলটি আগামী ১১ জুলাই বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন প্রস্তুতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। বিষয়টি বাঙলার কাগজকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলটি ১০ দিনের সফরে রোববার (৯ জুলাই) ঢাকায় আসবে। ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইইউ প্রতিনিধিদলের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্যরা সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় তাঁরা নির্বাচনি পরিবেশ যাচাই করবেন।
পরিস্থিতি দেখে তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইইউ কোনও পর্যবেক্ষক পাঠাবে কি-না, সে বিষয়ে সুপারিশ করবেন। এই সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রতিনিধি দলের ছয়জন পার্লামেন্ট সদস্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠিও দিয়েছেন। এসব কারণে ইইউ প্রাক-নির্বাচনি প্রতিনিধি দলের আসন্ন সফরটি বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।
ইইউ কী বিষয় নিয়ে ইসির সঙ্গে আলোচনা করবে, এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, প্রতিনিধি দলটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক। আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাঁরা সন্তুষ্ট হলে পরবর্তীতে ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি দল পাঠাবে।