প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব।

প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : শুরু হতে যাওয়া ২০২২-২৩ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা ১ শ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা থেকে ১ শ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়, প্রতিবন্ধী ভাতার উপকারভোগীর সংখ্যা ২০ লাখ ৮ হাজার থেকে ৩ লাখ ৫৭ হাজার টাকা বাড়িয়ে ২৩ লাখ ৬৫ হাজার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বয়স্কদের ভাতা মাসিক ৫০০ টাকাই থাকছে।

প্রস্তাবিত বাজেটে আরও বলা হয়েছে, ভাতা কর্মসূচির বাইরেও সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চালু করেছে। 

২০২১-২০২২ অর্থবছরে যার উপকারভোগীর সংখ্যা ছিলো ১ লাখ এবং বার্ষিক বরাদ্দ ছিলো ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।