পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়াল লিখন কর্মসূচি সম্পন্ন

পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়াল লিখন কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়াল লিখন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হতে যাচ্ছে।  তাই এ দিবস সামনে রেখে পিসিপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে দেয়াল লিখন কার্যক্রম সম্পন্ন করেছে পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখা।

রাঙামাটির সাজেক-খাগড়াছড়ি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

দেয়াল লিখনের স্লোগানে উল্লেখ করা হয়েছে, ‘সাজেকের কোটি টাকা মসজিদ নয়, স্কুল ও হাসপাতাল চাই’, ‘সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি চাই’,  ‘LONG LIVE PCP’, ‘পিসিপির গৌরবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাজকে সংগ্রামী অভিবাদন’ ইত্যাদি।