বর্ষা উৎসব হয়েছে টিএসসিতে।

বর্ষা উৎসব হয়েছে টিএসসিতে।

নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ঢাকা বিশ্ববিদ্যালয় : আজ পহেলা আষাঢ়। বর্ষার প্রথম দিন। এইদিনে কবিগুরু রবি ঠাকুরের অজস্র গান আর কবিতার কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় নজরুলকে। কিংবা নির্মলেন্দু গুণ, সুফিয়া কামাল, হেলাল হাফিজ থেকে শুরু করে কার কথা মনে পড়ে না এই দিনে।

আর এই বাদলের শুরুতে যদি রিনিঝিনি বাজে, তাহলে কেমন হয়, বলুন তো।

হ্যাঁ, অনেক ভালো হয়, তাই না!

আর সেজন্যই আজ সকাল সাড়ে ৭টায় বর্ষা উৎসব ১৪২৯ এর আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, লেখক-সাহিত্যিক ও গবেষক ড. হায়াৎ মামুদ এবং বর্ষাবরণ উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নাচ, গান আর বাঁশির সুরে বিমোহিত হয়ে যান দর্শকেরা।